স্বাপ্ন কুহেলি - মানবেন্দ্র পণ্ডিত
Product details
প্রায় বছর তিন চারেক বা পাঁচেক আগে থেকেই একটা চোখ বর্মের মত ঘীরে রেখেছে। যদিও তার কথা ভাববার সময় সেভাবে হয়ে ওঠেনি। যেহেতু উনি শিল্পী মানুষ তাই তার শিল্প সত্তা কে সম্মান জানানোই কাজ। আর সবচেয়ে বড় কথা, আমি, যে সাহিত্য গোষ্ঠীর ডাকে সাড়া দিয়ে পৌঁছে যেতাম তাদের কবি সম্মেলনে। সেখানেই এক গেস্ট হাউসে প্রথম দেখা, আর সেখান থেকেই মনে হয় এক গভীর প্রকোপে পড়ে যাওয়া। তবে লেখা শুরু হলো আর জি কর কাণ্ডের পর আমরা কয়েকজন বন্ধু যখন দীঘা বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে কলম ধরে নিলাম সেই মানুষটির জন্য। যে মানুষটা মিছিলে হেঁটেছিলেন গান গেয়েছিলেন তার জন্য। তাকেই সমস্ত কথা বলা হয়েছে। যদিও ওনার কাজে হৃদয় মেশনো ছিলো কি না জানিনা। কারন, আমি যখন পূজোর আনন্দে মেতে উঠতে পারিনি উনি তখন পূজো প্যান্ডেলে।যাকে বলা হয় বিশ্বাস ভঙ্গ। তবুও ঐ মানুষটার নিরাপত্তার কথা ভেবেই কলম গর্জে উঠেছে বার বার। ঐ মানুষটার কথা ভেবেই কতগুলো রাত জাগা। কাজে ভুল করা।আশা করি তাকে বলতে চাওয়া কথা গুলো সার্বিক হয়ে উঠবে। সকল প্রেমকি তার প্রেমিকার নিরাপত্তা চাইবে। এটাই তো আসল কাজ। ভালোর মধ্যে বাস না করলেতো ভালোবাসা হয় না। তাই এই আশা করি, যেন আমার এই সৃষ্টি শুধু তার জন্য নয় সমগ্র নারী জাতির কল্যানের জন্য হয়ে উঠবে। আর সবশেষে অভিনবমন পাবলিকেশন কে ধন্যবাদ জানাই। কারন, তাদের সাহায্য নাহলে এবছর বই প্রকাশ হয়ে উঠতো না। এবং তাকে ও যে আমাকে দিন রাত ভাবিয়েছিল।
ভবদীয় মানবেন্দ্র পণ্ডিত।
Product details
প্রায় বছর তিন চারেক বা পাঁচেক আগে থেকেই একটা চোখ বর্মের মত ঘীরে রেখেছে। যদিও তার কথা ভাববার সময় সেভাবে হয়ে ওঠেনি। যেহেতু উনি শিল্পী মানুষ তাই তার শিল্প সত্তা কে সম্মান জানানোই কাজ। আর সবচেয়ে বড় কথা, আমি, যে সাহিত্য গোষ্ঠীর ডাকে সাড়া দিয়ে পৌঁছে যেতাম তাদের কবি সম্মেলনে। সেখানেই এক গেস্ট হাউসে প্রথম দেখা, আর সেখান থেকেই মনে হয় এক গভীর প্রকোপে পড়ে যাওয়া। তবে লেখা শুরু হলো আর জি কর কাণ্ডের পর আমরা কয়েকজন বন্ধু যখন দীঘা বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে কলম ধরে নিলাম সেই মানুষটির জন্য। যে মানুষটা মিছিলে হেঁটেছিলেন গান গেয়েছিলেন তার জন্য। তাকেই সমস্ত কথা বলা হয়েছে। যদিও ওনার কাজে হৃদয় মেশনো ছিলো কি না জানিনা। কারন, আমি যখন পূজোর আনন্দে মেতে উঠতে পারিনি উনি তখন পূজো প্যান্ডেলে।যাকে বলা হয় বিশ্বাস ভঙ্গ। তবুও ঐ মানুষটার নিরাপত্তার কথা ভেবেই কলম গর্জে উঠেছে বার বার। ঐ মানুষটার কথা ভেবেই কতগুলো রাত জাগা। কাজে ভুল করা।আশা করি তাকে বলতে চাওয়া কথা গুলো সার্বিক হয়ে উঠবে। সকল প্রেমকি তার প্রেমিকার নিরাপত্তা চাইবে। এটাই তো আসল কাজ। ভালোর মধ্যে বাস না করলেতো ভালোবাসা হয় না। তাই এই আশা করি, যেন আমার এই সৃষ্টি শুধু তার জন্য নয় সমগ্র নারী জাতির কল্যানের জন্য হয়ে উঠবে। আর সবশেষে অভিনবমন পাবলিকেশন কে ধন্যবাদ জানাই। কারন, তাদের সাহায্য নাহলে এবছর বই প্রকাশ হয়ে উঠতো না। এবং তাকে ও যে আমাকে দিন রাত ভাবিয়েছিল।
ভবদীয় মানবেন্দ্র পণ্ডিত।
Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star