সুতানুটির চালচিত্র - অমিতাভ বন্দ্যোপাধ্যায়
Product details
প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে অনেক প্রাচীন নগর, শহর, ধ্বংসাবশেষের নিদর্শন বার করে থাকেন। সুতানুটি প্রায় বিগত তিনশ বছরের পুরনো এক নদী তীরবর্তী মাটির ওপরের শহরের গল্প। এর উর্বর মাটিতে সুদূর অতীতে ফলেছিল সোনার ফসল, গড়ে উঠেছিল মানুষের বসতি, ঘর বাড়ি, প্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা। সাগর মুখী ভাগীরথী গঙ্গার তীরে ভীড় করত দেশী, বিদেশি বাণিজ্য তরণী। সময়ের সঙ্গে তাল রেখে অনেক গৃহ যুদ্ধ, বিদেশি আক্রমণ, পরাধীনতার গ্লানি উপেক্ষা করে, স্বাধীনতা অর্জন করে আজও বাংলার বুকে সুতানুটি বিদ্যমান। কল্লোলিনী শহরের রাস্তায় হেঁটে গেলে কোথাও চোখে পড়ে অতীতের কিছু নিদর্শন, নতুন প্রজন্মকে জানান দেয় তার গড়ে ওঠার স্মৃতি। ‘সুতানুটির চালচিত্রের’ লেখক তারই সময়ানুগ চিত্র অঙ্কিত করেছেন এই গ্রন্থে।
Product details
প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে অনেক প্রাচীন নগর, শহর, ধ্বংসাবশেষের নিদর্শন বার করে থাকেন। সুতানুটি প্রায় বিগত তিনশ বছরের পুরনো এক নদী তীরবর্তী মাটির ওপরের শহরের গল্প। এর উর্বর মাটিতে সুদূর অতীতে ফলেছিল সোনার ফসল, গড়ে উঠেছিল মানুষের বসতি, ঘর বাড়ি, প্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা। সাগর মুখী ভাগীরথী গঙ্গার তীরে ভীড় করত দেশী, বিদেশি বাণিজ্য তরণী। সময়ের সঙ্গে তাল রেখে অনেক গৃহ যুদ্ধ, বিদেশি আক্রমণ, পরাধীনতার গ্লানি উপেক্ষা করে, স্বাধীনতা অর্জন করে আজও বাংলার বুকে সুতানুটি বিদ্যমান। কল্লোলিনী শহরের রাস্তায় হেঁটে গেলে কোথাও চোখে পড়ে অতীতের কিছু নিদর্শন, নতুন প্রজন্মকে জানান দেয় তার গড়ে ওঠার স্মৃতি। ‘সুতানুটির চালচিত্রের’ লেখক তারই সময়ানুগ চিত্র অঙ্কিত করেছেন এই গ্রন্থে।
Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star